বৃষ্টি এলে
তোমাদের মন উচাটন হয়
হৃদয় ভেজে সুখানুভূতিতে
তোমরা লেখো কবিতা
সৃজিত হয় জলকেলি সময়।
বৃষ্টি এলে
আমার ঘর পোড়ে যায়
নাগরিক বৈষম্যের আবাসন ছাই হয় জলাগুনে
বাহু-বর্ষাতি মেলে প্রাণান্ত প্রয়াস শুধু বাঁচাবার
প্রাণ
ভালোবাসা
আর ঘৃণা।
-
সো আ প
২৫-০৬-১৫
তোমাদের মন উচাটন হয়
হৃদয় ভেজে সুখানুভূতিতে
তোমরা লেখো কবিতা
সৃজিত হয় জলকেলি সময়।
বৃষ্টি এলে
আমার ঘর পোড়ে যায়
নাগরিক বৈষম্যের আবাসন ছাই হয় জলাগুনে
বাহু-বর্ষাতি মেলে প্রাণান্ত প্রয়াস শুধু বাঁচাবার
প্রাণ
ভালোবাসা
আর ঘৃণা।
-
সো আ প
২৫-০৬-১৫
No comments:
Post a Comment