Monday, June 15, 2015

অণু অনুভব

স্মৃতির যে রুদ্ধশ্বাস ছায়া আমাকে তাড়িয়ে বেড়ায়
সুখোৎপাদক  ছিলো না কখনো তা
তুলতুলে অনুভূতিগুলো দেখিনি কভু
প্রতিবিম্বিত হতে স্মৃতির দর্পণে
স্মৃতিরা সব বিষাক্ত সূচাগ্র।

এমনকি ঘটমান বর্তমানেও
ভুল-বুঝার শিকার হয়ে
ভুল-বোঝা হয়ে ইতস্তত দাঁড়িয়ে
বোধের দরোজায়
কেউ রাখেনি খবর।

আশৈশব যা বুঝাতে চেয়েছি
বুঝেনি তা কেউ
উল্টোফলের খড়গ
নিশ্চিত বাগিয়ে নেয় বসতি
আমার ভেতর বাড়িতে।

অলংকৃত মেকি এ সময়ের প্রেমহীন পদাঘাতে
বিক্ষত আজ হৃদয়বাড়ি 
পোশাকী 'অসাধারণ' দ্যাখে সবে
যাচে তা-ই
বুঝে না মোটে
পরানের নির্ভেজাল 'সাধারণ অনুভব'।
--
ঢাকা
১৩/৬/২০১৫




 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়