Monday, May 4, 2015

ভুল জলধি মোহনা// THE SHORE MISTAKEN

নিজস্ব কোনো নদী ছিলো না আমার কখনো

সুবর্ণগাঁয়ের জলধিপাড় ধরে
বিফল সূর্যাস্তে অন্তলীন আমার অনেক উর্বশী-বিকেল
আমি পাইনি জলের ছোঁয়া
সফেদ জলের মিঠে আদর
আপ্রাণ পরম কাঙ্ক্ষিত ডুবসাঁতার গেছে রয়ে বৃত্তের বাইরে
জল জল হাহাকার করে খররোদে হৃদয় কাঠ
অ্যাম্ফিত্রিতি সাক্ষী- মিথ্যে এ নয় একচুল।


কালান্তরে ক্রমাগত ছুটে চলা আমি
যাইনি হারিয়ে ঊষর মনভূমে
জলধি মোহনায় আজ আমি বিজয়ের শিল্পিত ভোরে
আঁজলা ভরে ঠোঁট ছোঁয়াই অমৃতোপম জলে
আজন্ম তৃষিত পান করি মুহূর্তে পুরোটা

ভেতরটা জ্বলে যায় নির্দয়
বেদম দগ্ধ হৃদয় আমার
নিঃশব্দ হাহাকারে অঙ্গার হয়
ভুল জলধি মোহনায় ভেঙ্গে পড়ি আমি।

 ত্রস্ত ফিরে চলি আমি
পেছনে জ্বলজ জলধির বহ্নি দীর্ঘশ্বাস!

--
ঢাকা
০৬/৩/১৫


==

THE SHORE MISTAKEN 
==================

I had no river of my own ever
Passed my numerous celestial evening in vain 
At ruthless run on the brim of ocean of the golden suburb 
Failed to get a mere touch of water 
Adore of sweet and sublime aqua...

My boundless desire for dive deep in the water
Aqua-caress 
Remain out of the border-mark of the reach-circle.

"Water, Water"- immense wailing 
Heart turns dry cracked piece of  wood
Amphredite witnessed
No clue of fabrication.

In the midst of time-space, 
My breathless run does not decay
I do never lost my amour in waste-mind
I am today- this golden dawn
Standing at the brink of long-desired ocean,
Take water handful, sip the ambrosial ahh
Drank the full - as ad vitam thirsty me.

Ah it inflames  inside 
Burns my entire heart
Tacit lamentation turns heart a cinder
My heart breaks down at the wrong shore.

Feared I rush back
Keeping behind the sigh of flaming mistaken ocean.  



No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়