Monday, May 25, 2015

মূলতই প্রেমিক আমি

তোমার দেখা  ক্কচিৎ মেলে
ভাগ্যগুণে
কালেভদ্রে গরবিনী পা তোমার
বিলাসে  মাড়িয়ে যায় আমার উঠোন
চকিত চাতক চোখ আমার  তৃষিত নিয়ত
তোমার চলে যাওয়াটুকুই দেখি কেবল
বিষণ্নতার চাষাবাদ  শেষে
মূলতই প্রেমিক আমি
তোমার গায়ের দোলনচাঁপা-গন্ধ আমার বাড়িজুড়ে মোহিত থাকে
কিছু চাইনে আমি আর
ভরাট-যৌবনা পূর্ণিমা-চাঁদ মাসে একবারই দেয় দরশন।
--
সো আ প
২৫/৫/১৫ 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়