Thursday, May 21, 2015

পে স্কেল ভাবনা

সরকারি সব বেতনভাতা
যাচ্ছে দ্বিগুণ বেড়ে,
ছোট বড় চাকুরেগণ
ওঠছেন কেশেঝেড়ে।

ব্যবসায়ী দোকানী সব
হ্যাঁরে রে রে রে  রে
দাম হাঁকাতে লাগামছাড়া
'পায় কে বল আমারে?'

বাড়িভাড়াও যাচ্ছে কম না
বাড়ছে মায়া ছেড়ে,
সুযোগবুঝে সেবাখাতও
ঠুকায় পেরেক ফেড়ে।

প্রাইভেট জবে আছে যারা
ওঠছে না আর পেরে,
বাড়িভাড়া আর বাজারদর
আসছে যেনো তেড়ে।

মাথায় কুড়াল বেকার ভাবে
আশা সবি মেরে,
'জীবনচলার কঠিন পথে
পড়েছি কোন ঘেরে!'

সরকারি সব বেতনভাতা
যাচ্ছে দ্বিগুণ বেড়ে,
সমন্বয় যায় কি করা
ভালো্বাসার জেরে?
-
২১/৫/১৫


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়