Sunday, May 24, 2015

লতিফাঃ নারী-০১

নারী কেবল ভোগ-সামগ্রী- সে কি মানুষ মোটে না?
কেনো তবে তাঁর কপালে প্রাপ্যটুকু জোটে না?

নারী কেবল মানুষ তো নয়- মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে নিগ্রহ -তা বর্গ সে?

নারী হলো শান্তি-ছায়া জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি, হয় যে লোভের ভোজই সে!


No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়