Sunday, May 17, 2015

অনুভব

ভালোবাসা সবসময়ের
বসন্ত বা শীত না,
ভাবনা তুমি, তুমি স্বপন
এটা শিবের গীত না।

ভালোবাসা জীবন যেনো
জাদুঘরের মৃৎ না,
মিছেই শুধু বাহাস করে
বাড়িয়ে যায় ফিতনা।

ভালোবাসা সবল সদা
নয় এমন- ‘এ ভিত না’
হিংসা ঘৃণায় জয়ী হওয়া
সেটা কোনো জিত না।

ভালোবাসায় বন্যহন্য
বিপরীতে হিত না?
অনুভবেই যায় যে পাওয়া
এটা কোনো মিথ না। 

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়