Sunday, February 21, 2016

|| জীবন থেকে নেয়া ||


একটা ছায়াছবির নাম। এমন শিল্পিত চিত্রায়ন এখন আর হয় না কেনো? বারবার দেখেও মন ভরে না। দেশ, মাটি আর জীবনের দর্পণ যেনো তা।
আজ চা খেতে খেতে টিভির সামনে বসে দেখলাম- ছবিটি প্রচার হচ্ছে। ছবির এক পর্যায়ে, আমাদের জাতীয় সংগীত গাওয়া হচ্ছিলো। অজান্তে চোখ ভিজে এলো। কেনো?
এতোকিছুর পরও এ মাটির প্রতি আমাদের ভালোবাসা কি একটুও কম? না। সেই অনুভব নিয়ে শুধু এগিয়ে আসার ব্যাপার। চেতনা কি অন্য কিছুর নাম?
‪#‎চেতনা‬

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়