Sunday, February 21, 2016

মশা কাহিনী


মশার বাড়ি। মশার ঘর। বারান্দা বাথরুম -সব। মহা শাসক (ম-শা) আমাকে দয়া করে এখান থেকে এখনো বিতারিত করেননি। তার ওপর যেহেতু আর কারো হাত নেই, অগত্যা মুখ বুজে সব সহ্য করা ছাড়া আর কী?
মহা শাসকের (ম-শা) মহা শাস্তি (ম-শা) মাথায় নিয়ে আর কতোদিন?
লিমেরিকঃ ঢাকাই মশা
------------------------
রাত নেই দিন নেই মশার মহা উৎপাত ঢাকায়
স্বস্তির ফুরসৎ নেই ঘরবাড়ি কিংবা ফাঁকায়।
ডিসিসি'র নেই মাথাব্যথা
উৎপাত সয়ে যাওয়াই যথা
ঢাকাই মশা হেসে পিটপিট করে তাকায়।।
-
[লিমেরিকটি আগের লেখা থেকে]

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়