Sunday, December 24, 2017

আর্টিফিশাল ইন্টিলিজেন্স, বিগডাটা এবং আমাদের বিগ ভাবনা



টেকনোলজির দ্রুত উন্নতি হচ্ছে। প্রতিদিন। প্রতিমুহূর্তে। উন্নয়নও কখনো কখনো কারো কারো জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। উন্নয়নের সাথে তাল মেলানো কঠিন হলে তো কথাই নেই।
বছরের শেষের দিকে, বেশি আলোচিত হচ্ছে বিগ ডাটা ও আর্টিফিশাল ইন্টিলিজেন্স নিয়ে। বলা হচ্ছেঃ আর্টিফিশাল ইন্টিলিজেন্স (এ আই) ও রোবটিক সায়েন্সের প্রসারের ফলে অনেক গ্রুত্বপূর্ণ কাজ করে ফেলতে পারবে এ আই রোবট। ফলে বিশ্বে অনেক পেশার মানুষ হয়ে পড়বে বেকার।

এ বিষয়ে কে কী ভাবছেন?

কোন কোন পেশা বেশি হুমকির মুখে?
কীভাবে দ্রুত অভিযোজিত হওয়া যায় এই পরিবর্তনের সাথে?

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়