Sunday, May 21, 2017

প'ড়োবোধ

বেলা, তুমি যখন আজকাল 'ভালোবাসি' বলো
আমি তাতে জীবন খুঁজি।
কথার জীবন
বোধের প্রাণ
প্রাণের বোধ
পাইনে তা আমি-
'প্রাণহীন ভালোবাসি'র কোনো জবাব দিতে পারি না আমি।

বেলা, তুমি যখন আজকাল আলিঙ্গনে জড়াও
আমার রক্ত আর নাচে না আগের মতো।
আলিঙ্গনেরও প্রাণ থাকে জানো,
থাকে উন্মাতাল বোধ!
তবে কেনো হিম হয়ে আসে হৃদয় আজ
তোমার সঘন আলিঙ্গনে?
বলতে পারো, বেলা?

সময়যাপন ক্রমশ যান্ত্রিক থেকে তদুপর
প্রাতে ঘুম ভাঙ্গার পর তোমার প্রথম দৃষ্টি আজ যন্ত্রে
ঘুমোনোর আগেও তাই ।
তোমার পাশে থেকে আজ আমি শুধু প'ড়োবোধ পড়ে যাই
প্রতিদিন
প্রতিরাত!!

No comments:

Post a Comment

Featured Post

কষ্টযাপন

তাদের কষ্টবিলাস থাকে আমার কষ্ট বোধযাপন, আমার রঙের আকাশ দেখে ভাবে তারা উদযাপন। #অণুঅনুভব

জনপ্রিয়